#Koreavsbanglatv এবং #Multi Language Center- Bogura এর তথ্যা সমূহ। - Multi language center

যোগোযোগঃ 01948-652556 ( মোঃ রেজোওয়ান হোসেন )

আপনারা জানেন, ইতিমধ্যেই কোরিয়ান ভাষা পরিক্ষার সার্কুলার হয়ে গেছে। যারা এই বার পরিক্ষা দিবেন, এবং আগামী বছরের সার্কুলারের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন। তাদের জন্য আমার অনলাইন / অফলাইনের কোর্সে ভর্তি চলিতেছে। ফি অনলাইন- 13,000 টাকা, এবং অফলাইনে 15,000 টাকা। উভয় কোর্সের মেয়াদ 5 মাস।

2023/02/23

#Koreavsbanglatv এবং #Multi Language Center- Bogura এর তথ্যা সমূহ।


১) এখানে সর্বোমোট খরচঃ-

পুরো লেখাটি না পড়লে, আমাকে ভূল বুঝতে পারেন। তাই, পুরো লেখাটি পড়ার অনুরোধ রইল। আশা করি আপনার আমার উভয়েরই উপকার হবে ইনশাআল্লাহ্

আমাদের কোচিং সেন্টারে দুই ধরণের কোর্স পরিচালনা করা হয়ে থাকে। একটি অফলাইন কোর্স , অন্যটি অনলাইন কোর্স। আমি একে একে সব কিছুই বলতেছি, যাতে করে আপনার সাথে মোবাইলে কথা বলতে না হয়। অনেক সময় এটা সময়ের ক্ষতি এবং বিরক্তির কারণ হয়ে দাড়াঁয়। আমার কোচিং সেন্টারে অন্য কোন সহকারী শিক্ষক নাই। তাই আমাকে অনেক কাজ করতে হয়, এবং ব্যাস্ত থাকতে হয়


অফলাইন কোর্সঃ
 
অফলাইন কোর্স ফিঃ- ১৫০০০ টাকা।
কোর্সের মেয়াদঃ- ৫ মাস।
ক্লাসঃ- সপ্তাহে (৩) দিন
সকালঃ- ৯ঃ০০ টায় এবং ১১ঃ৩০মিনিটে
বেড ভাড়া মাসেঃ- ১৫০০ টাকা।
খাবারের বিল মাসেঃ- ২০০০ (+ -) টাকা।
নেট, বিদ্যুৎ, বুয়া বিল মাসেঃ- ৭০০ টাকা।
(HRD কতৃক প্রকাশিত টেক্সটবুক কিনতে হবে )

ক) ভর্তির বিজ্ঞপ্তি দেখার পরে, আপনি কোর্স করতে আগ্রহী হলে। সিট বুকিং বাবদ কমপক্ষে ১০০০ টাকা ( অফেরৎযোগ্য ) দিতে হবে। সেই ক্ষেত্রে খুব ভেবে চিন্তে, সিদ্ধান্ত নিয়ে, তারপর টাকাটা পরিশোধ করবেন। পরে এই টাকা কোর্স ফি থেকে বাদ দেওয়া হবে

 খ) আপনি যে কোন কারণেই হোক না কেন, সিট বুকিং দেওয়ার পরে না আসলে বা অনলাইনে যোগদান না করলে। অথবা কোচিং সেন্টারের বা অনলাইন ক্লাসের নিয়ম ভঙ্গের কারণে বহিস্কৃত হলে। পরিশোধকৃত কোন টাকা ফেরত পাবেন না

গ)  অনলাইন এবং অফলাইনে সিট বুকিং দেওয়ার পরে, প্রথম ক্লাস করার পরে ৫০% এবং পরের মাসে বাকি ৫০% কোর্স ফি পরিশোধ করতে হবে সর্বোচ্চ দুই কিস্তিতে কোর্স ফি পরিশোধ করা যাবে


অনলাইন কোর্সঃ

অনলাইনে কোর্স ফিঃ- ১৩০০০ টাকা
কোর্সের মেয়াদঃ- ৫ মাস।
ক্লাসঃ- সপ্তাহে (৩) দিন
রাতঃ- ৯ঃ০০ টায় এবং ভোরঃ- ৬ঃ৩০মিনিটে

বিঃ দ্রঃ সিট বুকিং এবং অফেরৎযোগ্য  কোর্স ফির নিয়ম, অনলাইন এবং অফলাইন উভয় কোর্সের ছাত্রদের জন্য সমান ভাবে কর্যকর



২) আবাসিক ব্যবস্থাঃ-

রুমের নিয়মঃ- অফলাইনে কোর্স করার বিশেষ কিছু সুবিধা আছে। এই একটি রুমে আগে (৫) পাঁচজন থাকত, কিন্তু এখন (৪) চারজন থাকে। প্রথম অবস্থায় চার-পাঁচ দিন একটু সমস্যা মনে হলেও, পরে তাদের মধ্যে প্রচন্ড বন্ধুত্ব হয়ে যায়। আর সবাই এক সাথে রুমে বসে গ্রুপ স্টাডি করতে পারায়, রেজাল্টোও খুব ভালো হয়। আর এই জিনিসটা বাড়িতে কখনই সম্ভব নয়। কোরিয়ান লাইফ স্টাইলটাও ঠিক এমনটাই

                                 

নামাজঃ- প্রত্যেক মুসলিম ছাত্রকে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিত পড়তে হবে। অন্যথায় তিনবার সতর্কের পরে, চতুর্থবারে নিয়ম ভঙ্গের কারণে বহিস্কার করা হবে। মনে রাখবেন, প্রথম কয়েক দিন সকালে উঠে নামাজ পড়তে কষ্ট হলেও। কোর্স শেষে সবাই আল্লহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে। এবং ফেসবুকে লেখে , " আলহামদুলিল্লাহ্ ! আল্লাহপাক নামাজী বানাইছে"।

 

ক্যাপ্টেনের আদেশ মানাঃ- সব সময় আমি আপনাদেরকে কমান্ড করতে পারবো না। তাই
প্রতি তলায় একজন করে "ক্যাপ্টেন" থাকবে। আর পুরো কোচিং সেন্টারের জন্য একজন "লিডার" থাকবে। এই দায়িত্ব আপনার কাধেও আসতে পারে।

এখানে শুধু ভাষা শেখানো হয়, বিষয়টা এই রকম না। আপনাকে একজন আদর্শ, মেধাবী, সু-শৃংখল, সর্বপরি একজন আদর্শ প্রবাসী হিসেবে গড়ে তোলাই  আমার মূল লক্ষ।

হাট- বাজার, পরিস্কার-পরিচ্ছন্ন থেকে শুরু করে কোরিয়াতে গিয়ে কি কি কাজ করতে হবে। এবং সেগুলো করার নিয়ম, কৌশল, এবং সততার সহিত বাস্তবায়ন করা শেখানো হবে। "মাল্টি ল্যাংগুয়েজ সেন্টার- বগুড়া" কে শুধু ভাষা শিক্ষা সেন্টার না ভেবে। আদর্শ প্রবাসী ট্রেনিং সেন্টার মনে করতে পারেন। আর এই সমস্ত প্রক্রিয়াটি লিডাব এবং ক্যাপ্টেনদের মাধ্যমেই আপনাকে শেখানো হবে।


৩) সেন্টারের নিয়ম নীতিঃ-

0১) মুসলিম ছাত্রদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে।
0২) শিক্ষকের সঙ্গে বেয়াদবি করলে, সরাসরি বহিস্কার করা হবে।
0৩) প্রত্যেক দিন রুটিন অনুযায়ী গ্রুপ স্টাডি করতে হবে।
0৪) বিনা অনুমতিতে পর পর দুইটা ক্লাসে অনুপস্থিত থাকলে, জরিমানা দিতে হবে।
0৫) সহপাটির সঙ্গে মারামারি বা চুরি করলে, সরাসরি বহিস্কার করা হবে।
0৬) বিল্ডিংয়ের বাহিরে যাওয়ার সময় ক্যাপ্টেন বা লিডারকে জানাতে হবে।
0৭) সিট বুকিং বা কোর্স ফি সর্ব অবস্থায় অফেরৎযোগ্য
0৮) ছুটি যাইতে হলে অবশ্যই শিক্ষকের অনুমতি নিতে হবে।
0৯) কোর্স সম্পূর্ন না করলে, সার্টিফিকেট প্রদান করা হবে না।
১০) মাগরিবের নামাজের পরে একা একা বিল্ডিংয়ের বাহিরে যাওয়া যাবে না।
১১) উচ্চ শব্দে গান বাজানো বা গেম খেলা যাবে না।
১২) বেসিক কোর্স ৮০০০ টাকা এবং টেক্সট বুকের কোর্স অনলাইনে ৫০০০ ও অফলাইনে             ৭০০০ টাকা। কেউ শুধু বেসিক করলে, ৮০০০ টাকা দিতে হবে।
১৩) স্কিল টেস্ট এক সপ্তাহ, বাহিরের ছাত্রের ৫০০০ টাকা। নিজস্ব ছাত্রদের ৩০০০ টাকা।












6 comments:

  1. Sir online class a vorti hoite agrohi🥰

    ReplyDelete
    Replies
    1. Online ক্লাস করতে চাই

      Delete
  2. কোর্স ফ্রি টা বেশি হয়ে গেছে

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. স্বপন8:52 AM, February 28, 2023
    আলহামদুলিল্লাহ।। আমি নিবন্ধন করতে পেরেছি।।কিন্ত ভাষা জানি না।।শেখার চেষ্টা করছি।।
    আমার সিরিয়াল ২২০০
    আমার এখন কি করা উচিত?

    ReplyDelete
  5. Sir online class a vorti hoite agrohi..

    ReplyDelete