#Self_Study_Textbook (Read Only) Part- 53 - Multi language center

যোগোযোগঃ 01948-652556 ( মোঃ রেজোওয়ান হোসেন )

আপনারা জানেন, ইতিমধ্যেই কোরিয়ান ভাষা পরিক্ষার সার্কুলার হয়ে গেছে। যারা এই বার পরিক্ষা দিবেন, এবং আগামী বছরের সার্কুলারের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন। তাদের জন্য আমার অনলাইন / অফলাইনের কোর্সে ভর্তি চলিতেছে। ফি অনলাইন- 13,000 টাকা, এবং অফলাইনে 15,000 টাকা। উভয় কোর্সের মেয়াদ 5 মাস।

2022/11/09

#Self_Study_Textbook (Read Only) Part- 53


এই অধ্যায় থেকে যা যা শিখবেনঃ- 

কোরিয়াতে প্রবেশের সময় থেকে এলিয়েন কার্ড বা বিদেশীদের আইডি কার্ড তৈরী করা পর্যন্ত, ইমিগ্রেশন অফিসের বিভিন্ন কাজে অনেক সময় আপনাকে স্ব-শরীরে উপস্থিত থাকতে হবে। শুধু আপনাকেই সব কিছু করতে হবে, এমনটা না। কোম্পানীর মালিক অথবা মালিকের প্রতিনিধীর সাথে এই সমস্ত কাজ করতে হবে।

সেইজন্য এই বিষয় গুলো সম্পর্কে একটু ধারণা থাকা ভালো। এই অধ্যায়ে আপনারা ইমিগ্রেশন ও এলিয়েন কার্ড তৈরীর সকল বিষয় সম্পর্কে মোটামুটি ধারণা পাবেন। এই কাজ গুলো কিভাবে করতে হয়, কত দিনের মধ্যে করতে হয়, কত টাকা লাগে সব কিছুই এখান থেকে জানতে পারবেন।


No comments:

Post a Comment