#Self_Study_Textbook (Read Only) Part- 49 - Multi language center

যোগোযোগঃ 01948652556 (Only WhatsApp) মোঃ রেজোওয়ান হোসেন

১৫/৮/২০২৩ থেকে শুরু হওয়া কোর্সে সিট ফাঁকা না থাকায় ভর্তি বন্ধ আছে। পরবর্তী কোর্স কবে থেকে শুরু করব এর কোন নিশ্চয়তা নেই। সুতরাং আপনি অপেক্ষা করলে করতে পারেন, অথবা অন্য কোথাও ভর্তি হতে পারেন ধন্যবাদ।

2022/10/31

#Self_Study_Textbook (Read Only) Part- 49


এই অধ্যায় থেকে যা যা শিখবেনঃ- 

কোরিয়াতে কাজ করার সময়, সাবধানতা অবলম্বন করাটা খুবই জরুরী। তা নাহলে অনেক বড় ধরণের ক্ষতি হতে পারে। এমন কি পঙ্গুত্ব বা মৃত্য পর্যন্ত হতে পারে। তাই যাতে করে এই ধরণের বিপদে পরতে না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে হব। আর এই সতর্ক থাকার বিষয়েই মূলত এই অধ্যায়ের আলোচ্য বিষয়।

এছাড়াও নিরাপদ সরঞ্জাম গুলোর ব্যবহারের নিয়ম। কোন অঙ্গের জন্য কোন নিরাপদ যন্ত্র ব্যবহার করতে হয়, সব কিছু এই অধ্যায় থেকে জানতে পারবেন। তাই নিজেকে নিরাপদে রাখতে এই অধ্যায়টা ভালো ভাবে পড়াটা অতি গুরুত্বপূর্ণ


No comments:

Post a Comment