#Self_Study_Textbook (Read Only) Part- 41 - Multi language center- Bogura.

Contact No: 01948652556

কোরিয়ান ভাষা শিক্ষার পরবর্তি কোর্স শুরুর তারিখঃ- চলমান এসএসসি পরিক্ষার পরে ইনশাআল্লাহ।

2022/10/17

#Self_Study_Textbook (Read Only) Part- 41


এই অধ্যায় থেকে যা যা শিখবেনঃ- 

কোরিয়াতে যারা শ্রমিক ভিসায় কাজ করার উদ্দ্যেশ্য নিয়ে যাবেন, তাদেরকে বিভিন্ন কোম্পানিতে বা উৎপাদন শিল্পে কাজ করতে হবে। আর এই কাজ করতে গেলে, অবশ্যই বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে কাজ করতে হবে। এই যন্ত্রপাতি গুলো সাধারণত উন্নত প্রযুক্তির হয়ে থাকে। তাই এগুলোর ব্যবহার এবং রক্ষনা বেক্ষনের বিষয়ে জ্ঞান থাকতে হবে।

সেইজন্যে এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বিভিন্ন ধরণের যন্ত্রপাতির নাম, তার ব্যবহার, রক্ষণা বেক্ষন ইত্যাদী সম্পর্কে জানতে পারবেন। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং শিল্পে ব্যবহার করতে হবে এইরকম টুলস্ গুলোর পরিচয় এই অধ্যায় থেকে পাওয়া যাবে।


No comments:

Post a Comment

কমেন্ট করার জন্য় ধন্যবাদ। দেখা মাত্রই উত্তর দিব ইনশাআল্লাহ্।