2022/10/12

#Self_Study_Textbook (Read Only) Part- 38


এই অধ্যায় থেকে যা যা শিখবেনঃ- 

কর্মস্থলের পরিবেশ পরিস্থিতী সম্পর্কে কথা বলার নিয়ম কানুন সহ কর্মস্থলের পরিবেশ অনুধাবন করার যোগ্যতা এই অধ্যায় থেকে অর্জন করতে পারবেন। তাছাড়া কর্মস্থলের সহকর্মীদের সাথে কোন ধরণের দ্বন্ধ সৃষ্টি হয় সেটাও জানা যাবে। 

এছাড়াও কোম্পানির ভিতরে বিভিন্ন পদবী সম্পর্কে জানতে পারবেন। আর এই সমস্ত পদবীওয়ালা সহকর্মীদের সাথে কিরকম ব্যবহার করতে হয়, সেটাও এই অধ্যায় থেকেই জানতে পারবেন।


No comments:

Post a Comment

কমেন্ট করার জন্য় ধন্যবাদ। দেখা মাত্রই উত্তর দিব ইনশাআল্লাহ্।