এই অধ্য়ায় থেকে কোরিয়ার সংস্কৃতির ঢেউ বা চিত্র-জাগতিক উত্থান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কোরিয়ান সংস্কৃতি কিভাবে বিস্তার করছে, তার অগ্রগতি বা বর্তমান অবস্থার বিষয়টাও জানতে পারবেন। কোরিয়ান এই (한류) বা সংস্কৃতিক ঢেউ এর কারণে দেশের পর্যাটন শিল্পের কতটা উন্নতি হয়েছে, এই বিষয়টাও এই অধ্যায় থেকে জানতে পারবেন।
এছাড়াও কোরিয়ার পন্য বিশ্বের কাছে তুলে ধরতে এই সংস্কৃতির স্টারদের ভূমিকা কতটুকু এইসব বিষয়েও এখান থেকে জানতে পারবেন। সংস্কৃতির ঢেউ বা চিত্রজাগতিক উত্থানের কারণে শুধু পর্যাটন শিল্পেই অর্থনৈতিক বিপ্লব ঘটেছে, বিষয়টা এমন না। কোরিয়ার অভ্যান্তরে এবং বহির্বিশ্বেও কোরিয়ার পন্যের জনপ্রিয়তা বেড়েছে। এই সম্পর্কিত আরো অনেক কিছুই এই অধ্যায় থেকে জানতে পারবেন।
Sir আসসালামু আলাইকুম । বই কিভাবে ডাউনলোড করব । ডাউনলোড ত হচ্ছে না
ReplyDelete