2022/09/28

#Self_Study_Textbook (Read Only) Part- 24


এই অধ্যায় থেকে যা যা শিখবেনঃ- 

কোরিয়াতে যাবার পরেও আপনাদের কোরিয়ান ভাষা শেখা শেষ হবে না। বিভিন্ন কোর্স, বা ভিসা পরিবর্তনের জন্য, কোরিয়ান ভাষার উচ্চতর ডিগ্রীর প্রয়োজন হয়। আর এই সমস্ত কোর্সে ভর্তি হতে হলে, কিভাবে দরখাস্ত করতে হয়। অথবা কোথায় থেকে এই কোর্স গুলো করা যায়। এই সব বিষয় এই অধ্যায় থেকে জানতে পারবেন।
এছাড়াও বিদেশী শ্রমিকদের জন্য, কোরিয়ান সরকারের পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সও চালু আছে। যেই কোর্সের মাধ্যমে ভিসা পরিবর্তন থেকে শুরু করে নিজ দেশে ফেরৎ গিয়ে যাতে কাজে লাগাতে পারে, সেই উদ্দ্যেশেই এই কোর্স গুলো করানো হয়। এগুলোর আবেদন কোথায় থেকে, এবং কিভাবে করতে হয় সব কিছুই এই অধ্যায় থেকে জানতে পারবেন।


No comments:

Post a Comment

কমেন্ট করার জন্য় ধন্যবাদ। দেখা মাত্রই উত্তর দিব ইনশাআল্লাহ্।