গৃহস্থলির কাজ কামের জন্য অনুরোধ বা আদেশ করতে শিখবেন। তাছাড়াও গৃহস্থলি কাজের জন্য কি কি দরকার তারোও একটা ধারণা পাবেন। আর এই কাজ গুলো করার পদ্ধতি সম্পর্কেও মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে।
এছাড়াও কোরিয়াতে যেখানে সেখানে ময়লা ফেলতে পারবেন না। ময়লা ফেলানোর একটা নিয়ম-নীতি আছে। ময়লার ওজন ও প্রকার ভেদে টাকার পরিমান নির্ধারণ করা হয়। এই সব কিছুই এই অধ্যায় থেকে জানতে পারবেন।
No comments:
Post a Comment
কমেন্ট করার জন্য় ধন্যবাদ। দেখা মাত্রই উত্তর দিব ইনশাআল্লাহ্।