
এই অধ্যায় থেকে যা যা শিখবেনঃ-
আবহাওয়া সম্পর্কে কথা বলা, লেখা বোঝা এবং কোরিয়ার আবহাওয়া সম্পর্কে বিস্তারিত তথ্যজানতে পারবেন। এছাড়াও আবহাওয়া সম্পর্কে অন্যকে সব কিছুই জানাতে পারবেন। কোরিয়ার আবহাওয়া সম্পর্কে নিজে পড়তে ও বুঝতে পারবেন। আর নিজের অনুভূতির কথাগুলো কিভাবে বলতে হয়, সেই বিষয়গুলো এখান থেকে শিখতে পারবেন।
গ্রামার অংশঃ-
এই অধ্যায় থেকে 네요 এবং 아서/어서 এই গ্রামারগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন, এবং এখানে সুন্দরভাবে এই গ্রামার গুলো সম্পর্কে আলোচনা করা আছে। আপনারা এখান থেকে সঠিকভাবে এই গ্রামার গুলো শিখতে পারবেন। তার পরেও যারা এখান থেকে সঠিকভাবে বুঝতে না পারবেন। তারা আমার ইউটিউব চ্যানেলে (Korea vs Bangla TV)তে, গিয়ে এই গ্রামার গুলোর ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন। আশা করি বুঝতে পারবেন ইনশাআল্লাহ।
শব্দার্থঃ-
এই অধ্যায় থেকে আপনারা কুরিয়ার চারটি ঋতু, তারপর ঋতু ভেদে আবহাওয়ার তারতম্য, এবং আবহাওয়া সম্পর্কে যত ধরনের শব্দ অর্থ আছে। মোটামুটি সবগুলো এখান থেকে শিখতে পারবেন। এছাড়াও ঋতু ভেদে অনুভূতি ও মন মেজাজের বিষয়গুলো সম্পর্কে শব্দ অর্থ গুলো এই অধ্যায়ে পাওয়া যাবে।
সংস্কৃতিঃ-
কোরিয়ার চারটি ঋতু আছে। আর এই চারটি ঋতু সম্পর্কে বিস্তারিত তথ্য পরিচিতি এবং ঋতু ভেদে পরিবেশের পরিবর্তন এবং অবস্থান সম্পর্কে এখান থেকে কিছু ধারণা পাবেন। কোন ঋতু কতদিন পর্যন্ত দীর্ঘস্থায়িত্ব হয়, এবং কোন মাস থেকে কোন মাস পর্যন্ত হয়ে থাকে। এই সমস্ত বিষয়গুলো এখান থেকে জানতে পারবেন।
No comments:
Post a Comment
কমেন্ট করার জন্য় ধন্যবাদ। দেখা মাত্রই উত্তর দিব ইনশাআল্লাহ্।