Korean language #vowel, কোরিয়ান ভাষার, স্বরবর্ণের অপুর্নাঙ্গ রুপ (10) টি। - Multi language center

যোগোযোগঃ 01948652556 (Only WhatsApp) মোঃ রেজোওয়ান হোসেন

কোর্স শুরুর তারিখঃ- ০২/০৫/২০২৪ ইনশাআল্লাহ। অনলাইনে= রাত ৯:০০ টায়, (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার)। অফলাইনে সকাল ১১:০০ টায়, (রবি মঙ্গল ও বৃহস্পতিবার)। ৪ মাসের কোর্স, অফলাইনে ফি ১০০০০ টাকা। অনলাইনে ফি ৮০০০ টাকা।

2020/02/17

Korean language #vowel, কোরিয়ান ভাষার, স্বরবর্ণের অপুর্নাঙ্গ রুপ (10) টি।


এই ছিল স্বর বর্ণের অপূর্ণাঙ্গ রূপ  আমাদের বাংলা ভাষার যেই রকম আ--তে --া আবার ও----তে ---ো  এইরকম কার ব্যবহার করে থাকি ৷  কোরিয়ান ভাষাতেও স্বরবর্ণ অপূর্ণাঙ্গ রুপ দাঁড়া এইরকম কারের ব্যবহার করে থাকে ৷  এইখানে দেখুন, স্বর বর্ণের পূর্ণাঙ্গরূপে, কোন বর্ণের দাঁড়ায় কি ধরনের কার ব্যবহৃত হয় সেটা দেখানো হয়েছে ৷
এখানে লিখিত আকারে বুঝতে সমস্যা হইলে, আমার ইউটিউব চ্যানেলে বেসিকের পূর্ণাঙ্গ কোর্স দেওয়া আছে সেখান থেকে দেখে নিবেন ৷  এই ক্লাসটি দেখতে আমার ইউটিউব চ্যানেলের এই লিংকে ক্লিক করুন
মনে রাখবেন, কোরিয়ান ভাষা এই স্বরবর্ণ গুলি উচ্চারণ এর ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হয় ৷  উচ্চারণ এর ক্ষেত্রে একটু এদিক-সেদিক হলেই, শব্দের অর্থ সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায় ৷  তাই কোন বর্ণের উচ্চারণ কেমন এইটা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সরাসরি দেখে নিবেন ৷  এবং নিজে নিজেই অনুশীলন করবেন ৷  কেননা লিসেনিং এ সঠিক উচ্চারণ না জানা থাকলে প্রশ্নের উত্তর করতে পারবেন না ৷  বিদায় ফেল করতে হবে ৷

2 comments: